নিজস্ব প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে মোটরসাইকেলের মালিককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল হান্নান। তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫ বলেও জানায় র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। হামলার ঘটনায় হান্নান সরাসরি জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

এদিকে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শরিফ ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এক বিবৃতিতে জানায়, তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। চিকিৎসকদের ভাষ্যমতে, তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে আঘাত রয়েছে। তবে কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে।

মেডিকেল বোর্ড আরও জানায়, অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় আপাতত তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *